অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও, তাদের মেয়ের প্রতি সৃজিতের মমতা অটুট রয়েছে। মিথিলার কন্যা আইরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে থাকায় বিচ্ছেদের গুঞ্জন আরও প্রকট আকার ধারণ করেছে। যদিও এই বিষয়ে মিথিলা ও সৃজিত কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে সৃজিতের উষ্ণ সম্পর্ক চোখে পড়ে।
সম্প্রতি একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলা ও আইরা একসঙ্গে কাজ করেছেন। সেই বিজ্ঞাপনটিই ফেসবুকে ভাগ করে নিয়েছেন সৃজিত। বিজ্ঞাপন শেয়ার করার সঙ্গে সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আয়রু তুমি রকস্টার’’। মেয়ের প্রথম কাজে আনন্দিত সৃজিত তার আবেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনের দৃশ্য দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।
সৃজিত আনন্দবাজারকে বলেন, “দেখতে দেখতে বড় হয়ে গেল! আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।” এই মন্তব্যে স্পষ্ট হলো, মেয়ের বড় হওয়া এবং পেশাগত অগ্রগতি তার জন্য গর্বের। ভবিষ্যতে পরিচালক হিসেবে আইরাকে নিজের কোনো ছবিতে নেওয়ার সম্ভাবনা রয়েছে কি না এ বিষয়ে সৃজিত বলেছেন, “আমার কোনো ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব।” এটি ইঙ্গিত দিচ্ছে যে, বাবার সমর্থন এবং পেশাদার দৃষ্টিভঙ্গি মিশে রয়েছে এই সিদ্ধান্তে।
মিথিলা ও আইরার এই যৌথ কাজ, বাবার উষ্ণ মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আবেগঘন পোস্ট ইঙ্গিত দেয়, ব্যক্তিগত সম্পর্কের মাঝে পেশাগত সমর্থনও কতটা গুরুত্বপূর্ণ। দর্শকরা আইরার অভিনয় ও মিথিলার সহযোগিতায় তৈরি বিজ্ঞাপনের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা ও পারিবারিক বন্ধন দেখতে পাচ্ছেন।