জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী ও ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সার অবশেষে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জামিনে তার মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।
গত বছরের ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন উত্তরা পূর্ব থানায় দায়ের করা জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নিম্ন আদালতে জামিন না পেয়ে শমী কায়সার হাইকোর্টে আবেদন করেন এবং চলতি বছরের ১২ মার্চ এ মামলায় জামিন লাভ করেন।
তবে মুক্তির আগেই, গত ৯ এপ্রিল আজমপুরে এক কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় তাকে ফের গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায়ও আইনি প্রক্রিয়া শেষে তিনি জামিন পান, যার ফলে বৃহস্পতিবার রাতে কারামুক্ত হন।
শমী কায়সার বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করে আসছেন। পাশাপাশি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা এবং আইনি জটিলতায় তার নাম আলোচনায় আসে।
জামিনে মুক্তির পর শমী কায়সারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং শিগগিরই গণমাধ্যমের সামনে নিজের অবস্থান ও পরবর্তী পরিকল্পনা জানাবেন।