Ridge Bangla

মেলবোর্নে দিব্য জ্যোতির সঙ্গে হঠাৎ দেখা আমির খানের

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হলেন বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল তার স্বপ্নের নায়ক, বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে। নিজেকে পরিচয় করিয়ে দিয়ে দিব্য জানান, তিনি ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করেছেন। কথাটি শুনে উচ্ছ্বসিত হন আমির, পিঠ চাপড়ে দিয়ে জানিয়ে দেন শুভকামনা এবং প্রকাশ করেন আন্তরিকতা।

দিব্য ও তার যমজ ভাই সৌম্য জ্যোতি দু’জনই বাংলাদেশি বিনোদন জগতের নবীন প্রজন্মের আলোচিত মুখ। নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির সন্তান এই দুই ভাই অল্প সময়েই অভিনয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় সৌম্যের অভিনয় প্রশংসিত হয়েছে, অন্যদিকে দিব্য নজর কেড়েছেন ‘মুজিব’সহ বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজে।

বর্তমানে তারা মা–বাবার সঙ্গে মেলবোর্নে বসবাস করছেন। সেখানেই ঘটে যায় এই চমকপ্রদ সাক্ষাৎ। শ্যাম বেনেগালের দীর্ঘদিনের ভক্ত আমির খান দিব্যর কাজের কথা শুনে গর্ব প্রকাশ করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।

দিব্যর মা শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, দিব্যর পাশে কালো কুর্তা ও সাদা পাজামা পরিহিত আমির খান দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে খুশি লেখেন, “মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! এরপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা।”

পোস্টটি দেখে সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন। অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্য করেন— “অবাক কাণ্ড।” কলকাতা থেকে রাখি সুলাগনা লেখেন— “দিব্যকে যদি গঠনমূলক মুভিতে ব্যবহার করা হয়, তবে অনেক বড় অভিনেতাকে ছাপিয়ে যাবে।” আরেকজন ভক্ত বিপ্লব দত্ত লিখেছেন, “আমাদের দিব্য একদিন বিশ্বখ্যাত হবে, আজকের ঘটনা তারই নমুনা।”

আরো পড়ুন