সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চুরি ও লুট হওয়া প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে কালাইরাগ এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে উত্তোলন করা পাথরগুলো জব্দ করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। এর আগে পাথরবোঝাই ট্রাক আটক এবং সিলেট-ভোলাগঞ্জ সড়কের সিলেট ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে অবৈধ পরিবহন ঠেকাতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশ নেয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা দিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই মূল লক্ষ্য।
এদিকে একই দিন দুপুরে গোয়াইনঘাটের জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয় এবং ১৩০ ফুট বালু জব্দ করা হয়। পলি রানী দেব জানান, অবৈধ পাথর ও বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।