সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,২২০ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৩৮ জন।
বুধবার (১৩ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় পরিচালিত এই বিশেষ অভিযানে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
অভিযান চলাকালে বিভিন্ন স্থানে তল্লাশিতে উদ্ধার করা হয়েছে একটি তলোয়ার, একটি লোহার পাইপ, একটি তালা কাটার, একটি লোহার চাবুক, একটি কুচ, দুটি তীর, একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ, একটি দেশীয় তৈরি এলজি এবং এক রাউন্ড ১২ বোর সিসা কার্তুজ।
পুলিশ জানায়, গ্রেপ্তারি অভিযানের মূল লক্ষ্য ছিল চিহ্নিত অপরাধী, মামলাভুক্ত আসামি ও পলাতক ওয়ারেন্টভুক্তদের আটক করা। পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।