সরকার যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে, যার প্রতিটির ডিডব্লিউটি ৫৫ থেকে ৬৬ হাজার। জাহাজ দুটি কেনার মোট ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবনা অনুমোদিত হয়।
দরপত্র প্রক্রিয়া শেষে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে সর্বনিম্ন দরদাতারূপে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এ খরচ দাঁড়ায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের সমুদ্র বন্দর ও আন্তর্জাতিক মালবাহী পরিবহনে সক্ষমতা বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নৌ পরিবহন খাতে আধুনিকীকরণের প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন জাহাজগুলো দেশের সমুদ্র পথে পণ্য পরিবহনে ব্যাপক অবদান রাখবে এবং বাণিজ্যিক খাতে সহায়তা বৃদ্ধি করবে। এর ফলে বাংলাদেশের আন্তর্জাতিক পরিবহন খাত আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।