মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর দপ্তরে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচায় সংবর্ধনা দেন এবং গার্ড অব অনার প্রদান করেন। এরপর দুই নেতা একান্ত বৈঠকে বসেন।
বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্য শিল্প, উচ্চশিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, সমুদ্র অর্থনীতি, রোহিঙ্গা সংকটসহ আসিয়ান ও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আজই পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে হালাল ইকোসিস্টেমে সহযোগিতা, ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে অংশীদারিত্বের জন্য তিনটি নোট বিনিময়।
এ ছাড়া, বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের নেতারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ পারস্পরিক স্বার্থ ও উন্নয়নে সহায়ক হবে।
বৈঠক শেষে উভয় পক্ষের পক্ষ থেকে জানানো হয়, এ আলোচনা শুধু অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক বিনিময় ও মানবসম্পদ উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে, রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত হন তারা। দুই দেশের মধ্যে নতুন করে যে সহযোগিতার ধারা শুরু হচ্ছে, তা ভবিষ্যতে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।