Ridge Bangla

পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি ভারত-চীনের

পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট চালু এবং নিজেদের মাঝে বাণিজ্য ও অর্থনৈতিক সংকট সমাধানে কাজ করতে সম্মত চিরবৈরী দুই প্রতিবেশী ভারত এবং চীন। মঙ্গলবার নয়াদিল্লির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২০২০ সালে সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর উভয় দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। পরে উভয় দেশের মাঝে বিমান চলাচলও বন্ধ হয়ে যায় এবং পাল্টাপাল্টি বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়। এই সংকটের অবসানে সম্প্রতি প্রতিবেশী এই দুই দেশ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

সেপ্টেম্বরের মধ্যেই চীনে সরাসরি ফ্লাইট চালু করতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, এই নির্দেশের মাধ্যমে দুই দেশের মধ্যকার বৈরী সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সোমবার বেইজিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় পক্ষই বিমান চলাচল পুনরায় শুরুর কাঠামোর বিষয়ে আলোচনা করবে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত অর্থনৈতিক ও বাণিজ্যিক হুমকি চীন এবং ভারতকে একসঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে উৎসাহিত করছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি চীনের ওপর শুল্ক আরোপ করবেন এবং ভারত চীনের একটি বৃহৎ বাজার। অন্যদিকে নয়াদিল্লি রপ্তানি ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে চীনা দক্ষতা, সরঞ্জাম ও যন্ত্রপাতি চায়।

উভয়পক্ষের শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব বিষয় উঠে এসেছে। ভারত ও চীনের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৪ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে চার শতাংশ বেড়ে ১১৮ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে; যার বেশিরভাগই চীন থেকে আমদানি করেছে ভারত।

আরো পড়ুন