দক্ষিণ ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে।
ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলের কিছু এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। এই অতিরিক্ত তাপমাত্রা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। স্পেনের আবহাওয়া সংস্থা আএমইটি জানিয়েছে, সেভিয়া ও কর্দোভায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। দক্ষিণ পর্তুগালের কর্তৃপক্ষও একই মাত্রার তাপমাত্রার আশঙ্কা প্রকাশ করেছে।
ইতালিতে সোমবার অতিরিক্ত তাপমাত্রায় এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তরাঞ্চল ত্রেস কান্তোসে গুরুতর দগ্ধ এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম আবহাওয়া ও দাবানলের ঝুঁকি বাড়ছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, উদ্ধারকারী সংস্থাগুলি আগুন নেভানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমরা বনের আগুনের চরম ঝুঁকিতে আছি। দয়া করে অনেক বেশি সতর্ক থাকুন।