Ridge Bangla

প্রেমের কথা জানালেন জয়া আহসান, নেই বিয়ের কোনো পরিকল্পনা

বড় পর্দার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও এবার নিজেই সেই নীরবতা ভাঙলেন। কলকাতায় সম্প্রতি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ ছবির প্রচারণায় অংশ নিয়ে তিনি অকপটে স্বীকার করেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। তবে তার সঙ্গী মিডিয়া জগতের কেউ নন।

ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, “আমার জীবনে একজন আছেন, আমরা অনেক বছর ধরে একসঙ্গে আছি। পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়া আমার কাছে সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। আমি অনেক ভ্রমণ করি, শুটিংয়ে ব্যস্ত থাকি, তবুও তিনি কখনো অভিযোগ করেন না, বরং সবসময় আমাকে সমর্থন করেন। এটা বিরল।”

বিয়ে প্রসঙ্গে জয়া জানান, আপাতত তার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনই তেমন কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মাঝে কিছুটা ভয়ও রয়েছে, হয়তো পূর্বের অভিজ্ঞতার কারণে।”

তিনি আরও বলেন, তাদের সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়ায় তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। জয়ার বক্তব্য থেকে স্পষ্ট, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে তিনি গভীরতা ও সুরক্ষাকে অগ্রাধিকার দেন এবং সামাজিক আড়াল বজায় রেখে সুখে আছেন।

আরো পড়ুন