ইন্দোনেশিয়ার পাপুয়া এলাকায় মঙ্গলবার শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পাপুয়ার এবেপুরা শহর থেকে প্রায় ১৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পের সময় ইন্দোনেশিয়ার পাপুয়ার জয়াপুরা, পাপুয়া নিউগিনির ভানিমো ও সান্দাউন, ইন্দোনেশিয়ার দক্ষিণ পাপুয়ার আগাটস এবং মধ্য পাপুয়ার নাবিরেসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।
ঘটনার পাঁচ দিন আগে প্রতিবেশী পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলের কাছাকাছি অবস্থিত হওয়ায় এসব এলাকা ভূমিকম্পপ্রবণ এবং প্রায়ই এখানে কম্পন আঘাত হানে।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রও কোনো সুনামি সতর্কতা জারি করেনি।