Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। এটি নির্বাচনী প্রক্রিয়াকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, নির্বাচনে কোনো অনিয়ম প্রমাণিত হলে নির্বাচন কমিশন চাইলে একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা পুরো আসনের ভোটের ফলাফল বাতিল করতে পারবে। ফলাফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকতে পারবেন, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।

এ সময় তিনি উল্লেখ করেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বাতিলের সুযোগও থাকবে। ইসি সচিবের তথ্য অনুযায়ী, ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও ‘না’ ভোট প্রদানের ব্যবস্থা রাখা হবে, যাতে ভোটাররা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে একক প্রার্থী থাকা আসনগুলোতে ভোটারদের মতামত প্রতিফলনের সুযোগ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন