Ridge Bangla

ফিরে দেখা রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান | ২ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর ‘দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি ২৮ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। শিক্ষক ও নাগরিক সমাজ ‘দ্রোহযাত্রা’ কর্মসূচি পালন করে, আর শিল্পীসমাজের ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন সর্বস্তরের মানুষ।

২ আগস্টও সারাদেশে চলমান সহিংসতা ও বিক্ষোভের উত্তাপ প্রশমিত হয়নি। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন স্থানে হাজারো মানুষ বিচারের দাবিতে মিছিলে যোগ দেয়। বিক্ষোভকারীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের হামলায় এদিন আরও দুইজন নিহত হন। ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষিতে আন্দোলনকারীরা পরদিনও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। পাশাপাশি ৪ আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু করারও ডাক দেওয়া হয়।

এদিন দুপুর থেকে রাত পর্যন্ত সাত ঘণ্টার জন্য আবারও ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। একইদিনে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে মুক্ত ছয় সংগঠক জানান, তারা ডিবি অফিস থেকে যে বিবৃতি দিয়েছিলেন তা স্বেচ্ছায় দেননি; বরং এটি চাপের মুখে দিতে হয়েছে।

অন্যদিকে, চলমান সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান। জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ছয়জন এবং রংপুর বিভাগের তিনজন শিক্ষার্থী রয়েছেন।

এদিকে, শিশুদের মৃত্যু নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় কমপক্ষে ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা।

ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে বলেন, শিশুদের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং তাদের স্কুলে ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। সহিংসতায় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ক্রমবর্ধমান সহিংসতা, ইন্টারনেট সীমাবদ্ধতা ও রাজনৈতিক অস্থিরতায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, হামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে আন্দোলনের গতি আরও তীব্র আকার ধারণ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন