Ridge Bangla

নতুন বাংলাদেশের ইশতেহার দিতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জনসমাবেশ সফল করতে শহীদ মিনার এলাকায় প্রস্তুতির কাজ চলছে। শনিবার (২ আগস্ট) রাতে সরেজমিনে দেখা যায়, মূল বেদিতে বিশাল মঞ্চ নির্মিত হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মঞ্চ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। সমাবেশে মাইকিং ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকরা সমাবেশের সুষ্ঠু পরিচালনায় নিয়োজিত আছেন।

বিকেলে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান হয়নি। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকর করার দাবি জানাচ্ছি। সনদ বাস্তবায়নের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে। নির্বাচনের ভিত্তি হবে এই সনদ এবং এর ওপর ভিত্তি করে সংসদ গঠিত হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “জুলাই সনদের বিরুদ্ধে কোনো অপকর্ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত, সুশাসিত, আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠন। নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার নিশ্চিত করা হবে এবং সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না।”

দলীয় সূত্র জানিয়েছে, সমাবেশে ২৪ দফার ইশতেহার ঘোষণা হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, দুর্নীতি দমন, প্রবাসী কল্যাণ, নগরায়ণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পরিকল্পনা। রাজনৈতিক মহল এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সমাবেশে ব্যাপক উপস্থিতির আশা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন