Ridge Bangla

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

নিউইয়র্কে এবার এক ফ্রেমে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছান শাকিব খান। এরপর গুঞ্জন ওঠে, ছেলেকে সময় দিতে বুবলীও যাচ্ছেন সেখানে। যদিও দিনক্ষণ গোপন রাখা হয়েছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটে রুজভেল্ট আইল্যান্ডের এক শান্ত পার্কে, যেখানে একসঙ্গে দেখা যায় এই তিনজনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি কালো গাড়ি থেকে নামেন। শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে ছিলেন বুবলী। রোববার (৩ আগস্ট) বুবলীর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তারা ছেলেকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন। কিছু ছবিতে শাকিব-বুবলীকে বেশ ঘনিষ্ঠ ভাবেও দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন তারা। এর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব, তখনই তিনি জানিয়েছিলেন—আব্রামের মতো বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন। এবার সেই প্রতিশ্রুতিই পূরণ করলেন তিনি।

ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে পুত্র আব্রাম খান জয়। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব, তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। তবে এই সম্পর্কও টেকেনি। বর্তমানে শাকিব দুই সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন