সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৩১ হাজার ৩৯৬ জন। শূন্য রয়েছে ৩৪ হাজার ১০৬টি পদ, যার মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭টি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে সরাসরি নিয়োগযোগ্য পদের মধ্যে ১০ শতাংশ সংরক্ষণ করে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে স্বতন্ত্রভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই পিএসসি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ ছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তি হলে সহকারী শিক্ষক থেকে পদোন্নতির মাধ্যমে ৩১ হাজার ৪৫৯টি শূন্য পদ পূরণ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।