ভারতের জনপ্রিয় কমেডি শো ‘কপিল শর্মা শো’-এর অন্যতম মুখ অর্চনা পুরান সিং এবার ফাঁস করলেন কপিল শর্মার সাফল্যের পেছনের অজানা কাহিনি। সম্প্রতি নিজের ভ্লগে স্বামী পারমিত শেঠি ও দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানকে নিয়ে ইউটিউবার ও সংগীতশিল্পী যশরাজ মুখাটের বাড়িতে যান অর্চনা। সেখানেই কপিলের জীবনের সংগ্রাম ও প্রতিভা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
যশরাজ মুখাট, যিনি কপিলের দীর্ঘদিনের ভক্ত, বলেন, “কপিল এখনো তার প্রাপ্য সম্মান পাননি।” উত্তরে অর্চনা বলেন, “এটা আমি কপিলকে জানাবো। সে অসম্ভব মেধাবী। গত ১৫ বছর ধরে তাকে দেখছি, এখনো তার পাঞ্চলাইনে আমি চমকে যাই। তার ভেতরে এক গভীরতা আছে, যা না থাকলে এতটা মজার হওয়া সম্ভব নয়।”
অর্চনা আরও বলেন, “যিনি অন্যকে হাসাতে পারেন, তার ভেতরে অনেক কান্না লুকিয়ে থাকে। কপিলের শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। বাবাকে ক্যানসারে হারানোর পরও তিনি অসংখ্য সংগ্রামের মুখোমুখি হয়েছেন। কিন্তু সব কিছুর পরও তার প্রতিভা এত শক্তিশালী ছিল যে আজ তিনি সারা বিশ্বকে হাসাতে পারছেন।”
বর্তমানে অর্চনাকে দেখা যাচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে, যেখানে কপিল শর্মা, কিকু শারদা, সুনীল গ্রোভার ও কৃষ্ণা অভিষেকও রয়েছেন। এ সিজনে স্থায়ী অতিথি হিসেবে আবারও ফিরেছেন নভজোত সিং সিধু।
একই ভ্লগে অর্চনা তার পুরোনো জনপ্রিয় কমেডি শো ‘কমেডি সার্কাস’-এর একটি মজার ঘটনা শেয়ার করেন। তিনি জানান, অনেক সময় পাঞ্চলাইন তেমন মজার না হলেও তার হাসি সম্পাদনা করে ব্যবহার করা হতো, যা দর্শকদের কাছে হাস্যকর লাগত।
কপিল শর্মার ব্যক্তিগত সংগ্রামের এই গল্প প্রকাশ করে অর্চনা আরও একবার প্রমাণ করলেন—তার সাফল্যের পেছনে রয়েছে অসাধারণ প্রতিভা, কঠোর অধ্যবসায় এবং জীবনের গভীর অভিজ্ঞতা।