Ridge Bangla

ট্রেনের নিচে কাটা পড়ে বাকৃবির গবেষণার ২২ ভেড়ার মৃত্যু

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে গবেষণায় ব্যবহৃত ২২টি ভেড়া মারা গেছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক এ কে এম আনিসুর রহমান জানান, ভেড়াগুলো সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারির তত্ত্বাবধানে একটি গবেষণা ও প্রজনন প্রকল্পের অংশ ছিল। তিনি বলেন, “ভেড়াগুলো মাঠে চড়ানোর সময় রেললাইনের পাশে চলে যায়। হঠাৎ ট্রেন চলে আসায় তারা ঘটনাস্থলেই মারা যায়।” প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন কর্মী ভেড়াগুলোকে রেললাইনের পাশের ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় তারা হঠাৎ রেললাইনে উঠে পড়ে এবং দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান দুঃখ প্রকাশ করে বলেন, “গবাদিপশু চরানোর সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। রেললাইনের পাশে পশু চরানোর ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই হয়নি, বরং প্রকল্পের গবেষণা কার্যক্রমও বড় ধরনের প্রভাবের মুখে পড়বে। স্থানীয়রা সতর্ক করেছেন, রেললাইনের আশপাশে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রাণী অবাধে চরানো হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন