Ridge Bangla

প্রধান উপদেষ্টা নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৩ আগস্ট রবিবার নৌবাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ উদ্বোধন করেছেন। এ পর্ষদের মাধ্যমে নৌবাহিনীতে ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং লে. কমান্ডার থেকে কমান্ডার পদে এবং বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে কর্মকর্তাদের পদোন্নতির কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আইএসপিআর জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি নৌবাহিনী ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের পাশে থাকার প্রশংসা করেন।

তিনি সমুদ্রসম্পদ সংরক্ষণ, গভীর সমুদ্র বন্দর ব্যবস্থাপনা ও সুনীল অর্থনীতির বিকাশে নৌবাহিনীর অবদান এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নসহ জাতীয় উন্নয়ন কার্যক্রমে নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বাহিনীর আধুনিকীকরণ এবং রাষ্ট্রীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার ও মানবিক গুণাবলিসম্পন্ন কর্মকর্তাদের নেতৃত্ব নির্বাচনে নির্বাচনী পর্ষদকে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। তারা জানান, প্রধান উপদেষ্টার সম্পৃক্ততা বাহিনীর মনোবল বাড়িয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন