এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে তার নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ নিয়ে বিপাকে ছিলেন। প্রতারক চক্র তার নাম ব্যবহার করে ভেরিফায়েড পেজ চালাচ্ছিল, যা ভক্ত ও দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল। এ বিষয়ে শাবনূর নিজেই ফেসবুক লাইভে এসে সতর্কতা জানিয়েছিলেন।
লাইভে তিনি বলেন, “আমার একটাই ফেসবুক আইডি আছে, বাকিগুলো সব ভুয়া। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমার পেছনে কারা আছে বা কেন শত্রুতা করছে, সেটা জানি না।” ভেরিফিকেশন আগে গুরুত্ব না দিলেও শনিবার রাতে শাবনূর সুখবর দেন—তার ফেসবুক আইডি এখন অফিসিয়ালি ভেরিফায়েড।
ফেসবুকে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। সবার অনুরোধে এটা করেছি, যাতে কেউ বিভ্রান্ত না হয় আর সহজেই আসল আইডি চিনতে পারে।”
তার আগে শাবনূর জানিয়েছিলেন, তার নামে শত শত ভুয়া আইডি ও পেজ রয়েছে। এমনকি একটি ভুয়া পেজের ফলোয়ার ছিল ৬ লাখ ৫৯ হাজারেরও বেশি, যা তার নিজের আইডি ও পেজকে ব্লক করে রেখেছিল।
এখন ভেরিফিকেশন পাওয়ায় বিভ্রান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তিনি। তবে তার আশঙ্কা, যদি ওই ভুয়া পেজ থেকে কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে দায় তার ওপর পড়তে পারে। এজন্য তিনি ফেসবুক কর্তৃপক্ষকে বিষয়টি জানাচ্ছেন।
ভেরিফিকেশন শাবনূরের জন্য যেমন নিরাপত্তার সুরক্ষা বলয় তৈরি করেছে, তেমনি ভক্তদের জন্যও তার প্রকৃত পরিচয় নিশ্চিত করেছে। এই খবর ভক্তদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।