Ridge Bangla

উদ্যোক্তা হিসেবেও সফল কৃতি স্যানন

পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর উদ্যোক্তা হিসেবেও সাফল্যের শিখরে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি গড়ে তুলেছেন ১০০ কোটিরও বেশি মূল্যের ব্যবসা সাম্রাজ্য। বর্তমানে তিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক ও সফল ব্যবসায়ী।

তার প্রতিষ্ঠিত স্কিনকেয়ার ব্র্যান্ড মাত্র দুই বছরে আয় করেছে ৪০০ কোটি টাকা। ব্র্যান্ডটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ শর্মা জানান, “মাত্র দুই বছরের মধ্যেই ব্র্যান্ডটি বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ৪০০ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে।”

৩৫ বছরে পা দেওয়া কৃতির জন্য এ বছর বিশেষ আনন্দের। জন্মদিনের পাশাপাশি উদ্যোক্তা জীবনের সাফল্যও তার উদযাপনকে দ্বিগুণ করেছে।

ত্বকের যত্নের ব্র্যান্ড ছাড়াও কৃতি বিনিয়োগ করেছেন ফিটনেস খাতেও। ২০২২ সালে তিনি চালু করেন ফিটনেস উদ্যোগ ‘দ্য ট্রাইব’। মুম্বাইয়ের জুহুতে প্রথম শাখা চালুর পর ২০২৪ সালে বান্দ্রায় নতুন স্টুডিও খোলেন। এখান থেকেও আসছে উল্লেখযোগ্য আয়।

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক সাফল্যে কৃতি স্যানন এখন বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে আলাদা অবস্থান তৈরি করেছেন। ভক্তদের মতে, অভিনেত্রী থেকে উদ্যোক্তা কৃতির এই যাত্রা নতুন প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন