হলিউডের জনপ্রিয় অভিনেতা ও মার্ভেল ফ্র্যাঞ্চাইজির আইকনিক চরিত্র ‘টনি স্টার্ক’ ও ‘আয়রন ম্যান’-খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র ফের আলোচনায় এসেছেন। এবার তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ফিরছেন এক ভিন্ন ভূমিকায়। জানা গেছে, আসন্ন দুই মার্ভেল সিনেমা—‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এ তাকে দেখা যাবে ‘ডক্টর ডুম’ চরিত্রে।
এই ঘোষণার পর আলোচনায় এসেছে রবার্টের চুক্তির অঙ্কও। মার্কিন বিনোদনমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, দুই সিনেমার জন্য তিনি ইতিহাসের অন্যতম বড় পারিশ্রমিক পাচ্ছেন—১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা। প্রতিটি সিনেমার জন্য তার বেসিক পারিশ্রমিক প্রায় ৫০ মিলিয়ন ডলার, এর সঙ্গে থাকছে বক্স অফিস বোনাস, ব্যাকএন্ড পার্টিসিপেশন, ব্যক্তিগত জেট ভ্রমণ, আলাদা ট্রেলার এবং শুটিং চলাকালীন নিরাপত্তা সুবিধাসহ বিশেষ সুযোগ-সুবিধা।
এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির জন্যও রবার্ট প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন, যার সঙ্গে যুক্ত ছিল ব্যাকএন্ড বোনাস। আসন্ন দুই সিনেমা পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক জো ও অ্যান্থনি রুসো, যারা মার্ভেলের একাধিক সুপারহিট সিনেমা নির্মাণ করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন। সূত্র জানিয়েছে, এই প্রকল্পের জন্য তারাও প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পাচ্ছেন।
ভক্তদের প্রত্যাশা, ‘ডক্টর ডুম’ হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের এই নতুন আবির্ভাব মার্ভেল ভক্তদের জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত।