Ridge Bangla

হাসিনা যাতে ফিরে এসে গণহত্যা না চালাতে পারে, সবাইকে সোচ্চার হতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে সংঘটিত গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসে যেন গণহত্যা চালাতে না পারেন, সে জন্য সবাইকে সোচ্চার হতে হবে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

পুরো জুলাই মাস জুড়ে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। আগস্টের প্রথম দিনে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়িতে দুটি পৃথক সমাবেশের আয়োজন করা হয়। শহীদ স্বজনরা অংশ নিয়ে শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সকলের ঐক্য ও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

মির্জা ফখরুল তার বক্তব্যে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিস্টদের প্রতি ঘৃণা ও প্রতিবাদ সৃষ্টি করতে হবে। যারা দেশের গণতন্ত্র, মানুষ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়াই চালাতে হবে।”

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত যাত্রাবাড়ীর সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “নির্বাচনের নামে ষড়যন্ত্র চলছে। বিএনপির বিরুদ্ধে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করবে।”

দু’টি সমাবেশেই বিএনপি নেতারা রাজনৈতিক দলগুলোকে বিদ্বেষ পরিহার করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতি উন্নয়নের আহ্বান জানান। তারা বলেন, রাজনীতিতে পারস্পরিক সম্মান ও সংলাপের মাধ্যমে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে হবে।

সমাবেশে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার থেকে তারা একযোগে লড়াই চালিয়ে যাবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন