‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী জেরিন খানের। সালমান খানের বিপরীতে প্রথম ছবিতেই তিনি আলোচনায় আসেন। অনেকেই তার চেহারায় ক্যাটরিনা কাইফের সাদৃশ্য খুঁজে পান। তবে শুরুটা ভালো হলেও ধীরে ধীরে বড় পর্দা থেকে দূরে সরে যান তিনি। বর্তমানে সিনেমায় তেমন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় জেরিন, নিজের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।
তবে জনপ্রিয়তার পাশাপাশি নেটিজেনদের নেতিবাচক মন্তব্যও তাকে সহ্য করতে হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে এক নেটিজেন মন্তব্য করেন, “বিয়ে করে ফেলুন, আপনার বয়স হয়ে যাচ্ছে।” এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে জেরিন একটি ভিডিও বার্তা দেন। তিনি বলেন, “সবাই ভাবে জীবনের সব সমস্যার একমাত্র সমাধান বিয়ে। কিন্তু কেন? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই কেন এমন ধারণা চাপিয়ে দেওয়া হয়?”
জেরিন প্রশ্ন তোলেন, “তাহলে কি বিয়ে করলে বয়স কমে যাবে? আমি কি আবার ছেলেবেলায় ফিরে যাব? যদি না যায়, তাহলে এসব বলার মানেটা কী? আমি বুঝতে পারি না কেন এখনও মেয়েদের বিয়ে নিয়ে সমাজে এত চাপ রয়েছে। এটা কি শুধু আমাদের দেশে, নাকি সারা বিশ্বেই একই অবস্থা?”
তিনি আরও বলেন, “আজকাল তো বেশিরভাগ বিয়েই টিকছে না। অনেক ক্ষেত্রে দু–তিন মাসের মধ্যেই ভেঙে যাচ্ছে। তাহলে বিয়ে কোনো সমস্যার সমাধান নয়।”
তার এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার সাহসী অবস্থানকে সমর্থন করেছেন, আবার কেউ সমালোচনা করে বিয়েকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। তবে সমালোচনা বা সমর্থন— যাই হোক না কেন, জেরিন খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “বিয়ে জীবনের সব নয়, এটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত।”