ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কটাক্ষ করলেন লন্ডনের মেয়র সাদিক খানকে। সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প খানকে ‘নোংরা ব্যক্তি’ (ন্যাস্টি পারসন) বলে অভিহিত করেন। এসময় স্টারমার সরাসরি আপত্তি জানিয়ে বলেন, “সে আমার বন্ধু।”
সেপ্টেম্বরে রাষ্ট্রীয় সফরে লন্ডনে আসবেন কিনা— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে ইতিবাচক উত্তর দেন, কিন্তু পরেই বলেন, “আমি তোমাদের মেয়রের ভক্ত নই। আমার মনে হয়, তিনি খুব খারাপ কাজ করেছেন।” ট্রাম্পের মন্তব্যের পর স্টারমার পরিস্থিতি সামাল দিতে খানকে তার বন্ধু হিসেবে উল্লেখ করেন। তবে ট্রাম্প জবাবে পুনরায় বলেন, “আমি মনে করি, তিনি খুব খারাপ কাজ করেছেন, তবে আমি অবশ্যই লন্ডনে যাব।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও লন্ডনের মেয়র খানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। দুজনেই যথাক্রমে রিপাবলিকান ও লেবার পার্টির রাজনীতিক। ২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই খান, বিশেষ করে মুসলিম দেশগুলোর নাগরিকদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। এর জবাবে ট্রাম্প তাকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যর্থ,’ ‘স্টোন কোল্ড লুজার’ ও ‘ভীষণ বোকা’ বলে আক্রমণ করেছিলেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পডকাস্টে খান অভিযোগ করেন, ট্রাম্প তার ‘চামড়ার রং’ ও ধর্মবিশ্বাসের কারণে তাকে নিশানা করছেন। একই বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমেরিকার মানুষ স্পষ্টভাবে তাদের সিদ্ধান্ত জানিয়েছে, আমাদের তা সম্মান জানাতে হবে।”
এদিন ট্রাম্পের মন্তব্যের পর খানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “লন্ডন বিশ্বের সেরা শহর — প্রেসিডেন্ট ট্রাম্প এলে তিনি তা দেখতে পাবেন। এখানে আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি, দুর্বলতা নয়; বরং তা আমাদের আরও সমৃদ্ধ করেছে।”