Ridge Bangla

বিজয় সেতুপতির বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে এক নারী হেনস্তার অভিযোগ উঠেছে। রাম্যা মোহন নামে এক নারী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, সেতুপতি বছরের পর বছর ধরে এক মহিলাকে যৌন হেনস্তা করেছেন, যার ফলে ওই মহিলা পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

রাম্যা তার পোস্টে লেখেন, “সেতুপতিকে সবাই সাধু ভাবেন, কিন্তু তার আসল চেহারা কেউ জানে না।” তিনি আরও অভিযোগ করেন, দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে মাদক সেবন এবং কাস্টিং কাউচ একটি প্রচলিত সমস্যা। সেই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এক নারীর জীবনে এমন ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে দেখা যায় না। তার অভিযোগে যৌন হেনস্তা ছাড়াও অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ডে সেতুপতির জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়।

তবে পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পর রাম্যা তা মুছে ফেলেন। পরে তিনি জানান, মানসিক চাপে ওই লেখা করেছিলেন, কিন্তু সংশ্লিষ্ট নারীর নিরাপত্তার কথা ভেবে তা সরিয়ে দেন।

বিজয় সেতুপতি দক্ষিণ ভারতের অন্যতম সফল অভিনেতা। দারিদ্র্যের মধ্য থেকে তার ক্যারিয়ার শুরু হয় এবং অভিনয়ে সাফল্যের মাধ্যমে জীবনে বড় পরিবর্তন আসে। বর্তমানে এই অভিযোগ নিয়ে সেতুপতি ও তার প্রতিনিধিদের প্রতিক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আগ্রহ দেখা দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন