যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’। মাহামুদুল হাসান টিপু পরিচালিত ২৪ মিনিটের এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত চারটি স্বল্পদৈর্ঘ্যের একটি।
‘আবর্ত’-এ অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মোশাররফ করিম, সাদ্দাম মাল, আভা রানী, অগ্রগামী সাম্য এবং নিজাম উদ্দিন। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ, চিত্রগ্রহণ করেছেন দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনা দিয়েছেন থিউফেলাস স্কট।
রোবেনা রেজা জুঁই জানান, চলচ্চিত্রটি বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর নীরব সংগ্রাম, সামাজিক বাঁধা ও বৃত্ত থেকে মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত। তার ভাষায়, “আমাদের গল্পটি মানুষের জীবনের গভীর বাস্তবতা তুলে ধরেছে, যা আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি লাভ করবে বলে আশা করি।”
‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিনে, ১ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে। এ বছর উৎসবে জমা পড়া ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্যে মাত্র চারটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্বাচিত হয়েছে। একই সেশনে ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনকে নিয়ে সৃজিত মুখার্জি পরিচালিত জীবনীভিত্তিক ফিচার ফিল্ম **‘পদাতিক’**ও প্রদর্শিত হবে।
উল্লেখযোগ্যভাবে, ‘আবর্ত’-এর গল্প আবর্তিত হয়েছে একটি নির্জন সৈকতের পাশে ছোট একটি কাকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে, যা সামাজিক ও সাংস্কৃতিক প্রসঙ্গে গভীর মর্ম স্পর্শ করে। বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের চলচ্চিত্র শিল্পের জন্য গর্বের বিষয়।