ফিলিস্তিনের গাজা শহরের রাস্তায় শত শত মানুষ আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফের মরদেহ কাঁধে নিয়ে শোকযাত্রা করেছে। গত রোববার (১০ আগস্ট) রাতে আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুর ভেতরে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় তিনি ও তাঁর চার সহকর্মী নিহত হন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলায় মোট সাতজন প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ কুরেইকেহ এবং চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোআমেন আলিওয়া। আনাস আল-শরীফ ছিলেন গাজার অন্যতম পরিচিত সংবাদমুখ, যিনি দীর্ঘদিন ধরে সংঘাতের বাস্তব চিত্র তুলে ধরছিলেন।
এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক মহল একে সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত হিসেবে দেখছে। একইসাথে জোরালো দাবি উঠছে যুদ্ধক্ষেত্রে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৩৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। সিপিজে জানিয়েছে, গাজা সংঘাতে কমপক্ষে ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। তবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।