Ridge Bangla

বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের দাবি

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে একাধিক ইসলামি প্ল্যাটফর্মের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদ জানানো হয়। বক্তারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সব পণ্য নিষিদ্ধ করার দাবি জানান এবং দখলদারদের পণ্য বিক্রি করা দোকানগুলোকে সম্মিলিতভাবে বয়কট করার আহ্বান জানান।

বক্তারা বলেন, “ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, বরং পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে মুসলিম দেশগুলো এখনও কার্যকর কোনো অবস্থান নেয়নি। এ অবস্থায় বাংলাদেশের উচিত দৃঢ় অবস্থান গ্রহণ করে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা এবং কূটনৈতিকভাবে কঠোর বার্তা দেওয়া।”

তারা আরও বলেন, “যারা গণহত্যা চালায়, তাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক রাখা মানবতা বিরোধী।” বক্তারা মুসলিম রাষ্ট্রসমূহকে একত্র হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিনের পক্ষে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে প্রতিবাদ জানানো হয়।

আরো পড়ুন