খোলামেলা ফ্যাশন স্টেটমেন্ট, ব্যতিক্রমী পোশাক এবং স্পষ্টভাষী মন্তব্যের জন্য সবসময় আলোচনায় থাকা অভিনেত্রী উরফি জাভেদ এবার নতুন এক গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে। বলিউড পাড়ায় কানাঘুষো চলছে, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ‘ভাইরালকন্যা’।
শিল্পমহলে শোনা যাচ্ছে, উরফির সম্ভাব্য জীবনসঙ্গী দিল্লিনিবাসী এক প্রভাবশালী শিল্পপতি। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে পাত্র প্রচারবিমুখ হওয়ায় এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠানে বা ক্যামেরার সামনে একসঙ্গে দেখা যায়নি এই যুগলকে। উরফির পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের কৌতূহল তুঙ্গে।
টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও উরফি আলোচনায় আসেন ‘বিগ বস ওটিটি’তে অংশগ্রহণের পর। সাহসী ফ্যাশন চয়েস, অনন্য লুক ও নির্ভীক বক্তব্যের জন্য তিনি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তারকায় পরিণত হন।
তার পোশাক ও স্টাইল যেমন বিতর্কের জন্ম দিয়েছে, তেমনি এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা ও লাখো অনুগামী। তাই ব্যক্তিগত জীবনে বড় কোনো পরিবর্তনের খবর প্রকাশ পেলে তা নিয়ে আগ্রহ থাকবেই। বলিউডে অনেকেই ধারণা করছেন, শিগগিরই উরফি এই সম্ভাব্য বিয়ের বিষয়ে মুখ খুলতে পারেন। যদি সত্যি হয়, তবে এটি হবে চলতি বছরের অন্যতম চর্চিত সেলিব্রিটি বিয়ে। এখন ভক্তদের অপেক্ষা—কবে নিজেই উরফি জানাবেন জীবনের এই নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা।