Ridge Bangla

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ধারাবাহিক পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করে টাইগার যুবারা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ রানের জয়ে ট্রফি নিজেদের করে নেয়।

রোববার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ফাইনালে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রিজান হোসেনের ৯৫ রানের ওপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে ২৬৯ রান। কালাম সিদ্দিকী আলিন ৬৫ রান করেন, আর ইনিংসের একেবারে শেষ দিকে ২৯ বলে অপরাজিত ৩৮ রান আসে আব্দুল্লাহর ব্যাট থেকে।

২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে রিজান হোসেন ও আল ফাহাদের গতির শিকার হয়ে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩৩ রানের জয় পায় বাংলাদেশ। যুব দলের হয়ে রিজান ৮.৪ ওভারে ৩৪ রান খরচে ৫ উইকেট নেন। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান লাগাদ্বিয়েন।

ব্যাট-বলে দারুণ ছন্দে ম্যাচ জেতান রিজান হোসেন। ব্যাট হাতে ৯৫ রানের পর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৬৯/৫, ৫০ ওভার (রিজান ৯৫, আলিন ৬৫, বাথা ২/৫০)
দক্ষিণ আফ্রিকা: ২৩৬/১০, ৪৮.৪ ওভার (আদনান ৪০, রোলস ৩৫, রিজান ৫/৩৪)
ফল: বাংলাদেশ ৩৩ রানে জয়ী।

আরো পড়ুন