গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের রাজনৈতিক অবস্থা জটিল হয়ে উঠছে এবং আগামিতে নানা সংকট দেখা দিতে পারে, যা আবারও ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি সতর্ক করেছেন, বাংলাদেশের রাজনীতির আকাশে এখনো মেঘ ঘনিয়ে রয়েছে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ‘আঠারো থেকে চব্বিশ, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় নুর এসব কথা বলেন। সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।
নুর বলেন, “অনেকে ভাবছেন, নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু তা যথেষ্ট নয়। নির্বাচনের তারিখ ঘোষণা হলেও শঙ্কা কাটেনি।” তিনি ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও ছাত্রসংগঠনগুলোর ঐক্যের প্রসঙ্গ টেনে বলেন, তখন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়নি, যা আজকের জন্য শিক্ষা স্বরূপ।
তিনি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বলেন, তারা ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, যার ফলে ছাত্র রাজনীতি তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ছাত্ররাই তার ভরসা এবং সংকটে লড়াই করবে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ২০২৪ সালের কোটার সংস্কার আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় আহ্বায়ক মাসুদ মোন্নাফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।