জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেত্রী লামিমা লাম এবার ওমরাহ পালন করলেন। কিছুদিন আগে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার উদ্দেশে রওনা দেন তিনি। বুধবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের প্রথম ওমরাহ সম্পন্নের কথা জানান লামিমা।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’ তার এই পোস্টে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ভেসে আসে। সহকর্মী ও ভক্তদের পাশাপাশি নাটকটির পরিচালক কাজল আরেফিন অমিও মন্তব্য করেন, ‘মাশা আল্লাহ।’
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে শান্ত ও পরিমিত স্বভাবের জন্য পরিচিত লামিমা। পাঁচ বছর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে অভিনয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পাশাপাশি তিনি ‘অসময়’, ‘টাকার মেশিন’ এবং ‘হোটেল রিল্যাক্স’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম মৌসুমে, যেখানে তার উপস্থিতি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
অভিনয়ের বাইরে লামিমা মডেলিং ও বিজ্ঞাপনেও সমানভাবে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার ওমরাহ পালনের মাধ্যমে জীবনের এক বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা অর্জন করলেন এই তরুণী অভিনেত্রী। ভক্তরা তার এই আধ্যাত্মিক যাত্রায় শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন, ‘আল্লাহ তোমার ইবাদত কবুল করুন।’ ওমরাহ সম্পন্নের পর নতুন উদ্যমে অভিনয়ে ফিরবেন বলেই আশা করছেন লামিমা লাম।