Ridge Bangla

‘কুলি’ নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে, বাজেট-পারিশ্রমিকে শীর্ষে রজনীকান্ত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজের নতুন অ্যাকশন সিনেমা ‘কুলি’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রেকর্ড বাজেট ও তারকা পারিশ্রমিকের কারণে ছবিটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘কুলি’র নির্মাণ ব্যয় প্রায় ৩৫০ কোটি রুপি, আর প্রিন্ট ও প্রচারণার জন্য আরও ২৫ কোটি রুপি বরাদ্দ হওয়ায় মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৭৫ কোটি রুপি। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। সবচেয়ে বড় চমক হলো, ছবির প্রধান নায়ক রজনীকান্তের পারিশ্রমিক, যা বিভিন্ন সূত্রে ১৫০ থেকে ২৮০ কোটি রুপির মধ্যে বলা হচ্ছে। পরিচালক লোকেশ কানাগরাজও প্রায় ৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।

অন্যদিকে, মাত্র ১৫ মিনিটের ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য বলিউড সুপারস্টার আমির খান পেয়েছেন ২৫ থেকে ৩০ কোটি রুপি। এছাড়া দক্ষিণী অভিনেতা নাগার্জুনাও প্রায় ২৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। বিশেষ একটি গানে অংশগ্রহণের জন্য পূজা হেগড়েও প্রায় ২ কোটি রুপি নিয়েছেন। শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্রসহ আরও অনেক বড় তারকা মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন, যদিও সঠিক পরিমাণ প্রকাশ হয়নি।

‘কুলি’ ছবির গল্প ও সংলাপ লিখেছেন নিজেই পরিচালক লোকেশ কানাগরাজ। এটি রজনীকান্তের অভিনয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত একটি বিশেষ অ্যাকশন থ্রিলার। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তির জন্য অপেক্ষমাণ। দর্শকদের প্রত্যাশা অনুযায়ী ‘কুলি’ বড় পর্দায় যথেষ্ট রোমাঞ্চ এবং বিনোদন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন