বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল ভারতীয় আধার ও ভোটার কার্ড সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর কলকাতার বিনোদন অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তার বিষয়ে তদন্ত শুরু করেছে। শান্তার জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়ায় তাকে গভীরভাবে জেরা করছে পুলিশ।
গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে তোলার পর তাকে ৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের আদেশ দেওয়া হয়। শান্তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড উদ্ধার করেছে পুলিশ, যা কীভাবে এসেছে এবং বৈধ কি না তা নিয়ে চলছে তদন্ত।
এদিকে পুরনো এক অভিযোগ ফের আলোচনায় এসেছে। শান্তা অভিযোগ করেছিলেন, টলিউড পরিচালক ও শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাস তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন এবং হোটেলে দেখা করতে বলেছিলেন। এ বিষয়ে আনন্দবাজার ডটকমের সঙ্গে কথা বলেন রাজীব। তিনি বলেন, “আমিও এই অভিযোগ শুনেছি। শান্তা নামের এক মহিলা বলেছেন আমি নাকি তাকে হোটেলে ডেকেছিলাম। কিন্তু আমি এই ভদ্রমহিলাকে চিনি না। কারণ ২০২২ সালে আমি প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি। অথচ তার দাবি ২০১৯ সালে আমি তাকে ছবিতে সুযোগ দেওয়ার কথা বলেছি।”
রাজীব দাবি করেন, সামাজিক মাধ্যমে তার নামে বহু ভুয়া প্রোফাইল রয়েছে। “এগুলো বড় সমস্যা। অনেকে ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন, অথচ আমি কিছুই জানি না,” যোগ করেন তিনি।
বাংলাদেশে বেশ কিছু ছবির কাজ এবং কলকাতায় বাণিজ্যিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় ব্যস্ত এই পরিচালক। তবে শান্তার গ্রেপ্তার এবং তার পুরনো অভিযোগ ফের আলোচনায় আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন রাজীব কুমার বিশ্বাস।