কলকাতার হিন্দি সিনেমার বাজারে বাংলা ছবিগুলো প্রায়শই হল সংকটে পড়ে। টলিউড শিল্পী-নির্মাতারা বহুবার এই বুকিং সংকটের অভিযোগ তুলেছেন। তবে দেব-শুভশ্রী জুটির আসন্ন ছবি ‘ধূমকেতু’ সেই ধারা থেকে আলাদা হয়ে ইতোমধ্যে অগ্রিম বুকিংয়ে বিপুল সাফল্য অর্জন করেছে। কলকাতার প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য, “ধূমকেতু” ছবির অ্যাডভান্স বুকিং ক্রমবর্ধমান।’ এই পোস্ট রোববার দুপুরে অভিনেতা দেব নিজেও শেয়ার করেন।
এর মাধ্যমে জানা গেছে, ইতোমধ্যে ছবিটির সাড়ে ছয় হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। প্রযোজক রানা সরকার এবং দেব এই তথ্য তাদের সোশ্যাল মিডিয়া পেজে ভাগ করে নেন। ‘ধূমকেতু’ ছবির পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। প্রায় ১০ বছর পর এই ছবির মাধ্যমে দেব ও শুভশ্রী একসঙ্গে বড় পর্দায় ফিরছেন, যা অনেক টলিউড ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
রিলিজের দিনটিও বেশ স্পেশাল, কারণ একই দিনে মুক্তি পাচ্ছে বলিউডের মেগা বাজেটের অ্যাকশন ছবি ‘ওয়ার ২’। হিন্দি সিনেমার বিশাল কড়াকড়ির মাঝেও ‘ধূমকেতু’র এই সাফল্য টলিউডের জন্য আশার বাণী হিসেবে দেখা হচ্ছে। এখন দর্শক ও সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মুক্তির দিনটির জন্য, যখন তারা বড় পর্দায় দেব-শুভশ্রীর জুটি দেখার সুযোগ পাবেন। ‘ধূমকেতু’র এই অগ্রিম সাড়া টলিউডের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে।