Ridge Bangla

দ্য রাজা সাহেবের নতুন পোস্টারে আলোচনায় প্রভাস ও মালভিকা

প্রভাস অভিনীত বহু প্রতীক্ষিত হরর-কমেডি থ্রিলার ‘দ্য রাজা সাহেব’ আবারও আলোচনায় এসেছে। মারুথি পরিচালিত ছবিটির নতুন পোস্টার মুক্তি পেয়েছে নায়িকা মালভিকা মোহাননের জন্মদিনে। পোস্টারে মালভিকাকে নতুন রূপে দেখে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে পোস্টারে পূর্বে ঘোষিত ৫ ডিসেম্বর ২০২৫ মুক্তির তারিখ না থাকায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে যে ছবিটি হয়তো ২০২৬ সালের সংক্রান্তি উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাবে।

প্রথমদিকে ছবিটি নিয়ে তেমন সাড়া না থাকলেও, প্রথম লুক পোস্টার ও গ্লিম্পস ভিডিও প্রকাশের পর পরিস্থিতি পাল্টে যায়। শুধু প্রভাসের ভক্তরাই নয়, সাধারণ দর্শকের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে।

ছবির শুটিং বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। নভেম্বরের মধ্যে শুটিং সম্পন্ন হবে এবং অক্টোবরে ভিএফএক্সের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে সংক্রান্তিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশ জোরালো।

প্রভাসের জন্য ‘দ্য রাজা সাহেব’ হবে তার প্রথম হরর-কমেডি ঘরানার ছবি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে আরও রয়েছেন মালভিকা মোহানন, নিধি আগরওয়াল, ঋদ্ধি কুমার এবং গুরুত্বপূর্ণ চরিত্রে সঞ্জয় দত্ত। সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় কম্পোজার থামান। পিপল মিডিয়া ফ্যাক্টরি প্রযোজিত এই বিগ বাজেট ছবিটি ইতিমধ্যেই আলোচনার শীর্ষে রয়েছে। পোস্টার ও প্রচারণা দেখে অনুমান করা যাচ্ছে, এটি প্রভাসের ভক্তদের জন্য বড়সড় চমক হতে যাচ্ছে। এখন কেবল অপেক্ষা আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণার।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন