ভারতীয় অভিনেত্রী সারা খান দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে মানসিক হেনস্তা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। এক ভিডিও বার্তায় তিনি ঘটনাটিকে জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।
সারা জানান, ২ আগস্ট অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গিয়ে আয়োজকদের কাছ থেকে ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা পাননি। পূর্বনির্ধারিত তথ্য ছাড়াই তাকে হোটেল পরিবর্তন করে অপরিচিত স্থানে পাঠানো হয়, যেখানে কোনো সহায়তা মেলেনি। অনুষ্ঠান করতে অস্বীকৃতি জানালে তার ও টিমের ওপর হুমকি আসে। পরে নিরাপত্তার জন্য দ্রুত দেশে ফিরে আসেন তিনি।
ভক্তদের উদ্দেশে সারা বলেন, “আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।” পাশাপাশি তিনি ইন্ডাস্ট্রিতে নারীদের নিরাপত্তা ও সম্মানের ওপর জোর দেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সারা খান ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এবং বিভিন্ন সিরিয়াল ও রিয়েলিটি শোতে অংশ নেন। তার অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা চলছে। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।