বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও আইনি জটিলতায় পড়েছেন। পাঞ্জাবের এক আদালত মানহানির মামলায় তাকে হাজিরার নির্দেশ দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, ২০২০-২১ সালে দিল্লিতে কৃষক আন্দোলনের সময় কঙ্গনা একটি ছবি শেয়ার করে দাবি করেন, ছবির বৃদ্ধা আন্দোলনকারী নাকি শাহিনবাগের বিলকিস বানুর মতো এবং এমন মানুষকে মাত্র ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদে আনা যায়। ছবির ওই নারী, পাঞ্জাবের ভটিন্ডার ৭৩ বছর বয়সি মহিন্দর কৌর, অভিযোগ এনে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
পাঞ্জাবের আদালত কঙ্গনার বিরুদ্ধে সমন জারি করলে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলাটি খারিজের আবেদন করেন। তবে গত শুক্রবার আদালত আবেদন খারিজ করে দিয়ে তাকে হাজিরার নির্দেশ দেয়।
আইনি এই জটিলতা কঙ্গনার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আগে থেকেই রাজনীতি ও সামাজিক বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হয়ে আসা এই অভিনেত্রীর ভবিষ্যৎ পরিস্থিতিতে মামলাটির রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।