শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে ঝিনাইগাতীগামী ‘আকাশ বিকাশ’ পরিবহনের লোকাল বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। খৈলকুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি বড় পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তৎপর হয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করেন, তবে তিনি মৃত অবস্থায় পাওয়া যান। আহতদের মধ্যে বেশিরভাগকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেন।
ওসি মো. আল আমিন জানান, দুর্ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসচালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় মানুষ ও যাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাস চালক ও পরিবহন কর্তৃপক্ষের অবহেলা এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।