Ridge Bangla

বিচ্ছেদের পথে সাইফ-কারিনা!

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বিবাহ জীবন নিয়ে বড় ধরনের সংকটের গুঞ্জন ছড়িয়েছে। পাকিস্তানি সাংবাদিক মুবাশ্বের লুকমান সম্প্রতি এক ভিডিওতে দাবি করেছেন, সাইফ-কারিনার মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে এবং তারা বিচ্ছেদের পথে এগোচ্ছেন।

পাকিস্তান পয়েন্টের প্রতিবেদনে বলা হয়, লুকমান তার ভাইরাল ভিডিওতে উল্লেখ করেন, ‘ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাইফকে হাতেনাতে ধরা পড়ায় কারিনা তাকে বিবাহ বিচ্ছেদের দিকে ঠেলে দিয়েছেন।’ তিনি আরও জানান, সাইফ আলি খান কাতারে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন এবং ইতোমধ্যে দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন। তবে এই সিদ্ধান্তে কারিনা আপত্তি জানিয়েছেন, যা তাদের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে।

এদিকে, বলিউডের জনপ্রিয় জ্যোতিষী সুশীল কুমার সিংও পূর্বে এক সাক্ষাৎকারে ভবিষ্যদ্বাণী করেছিলেন, আগামী ১৮ মাসের মধ্যে সাইফ ও কারিনা আলাদা হয়ে যেতে পারেন। এই পূর্বাভাস দম্পতির ভক্তদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ সাইফ-কারিনা বর্তমানে দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ আলি খানকে নিয়ে সুখী পারিবারিক জীবন কাটাচ্ছেন বলে জানা যায়। তবে এখন পর্যন্ত সাইফ বা কারিনা কেউই এই গুঞ্জন বা দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল ও অনিশ্চয়তা রয়ে গেছে।

আরো পড়ুন