দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্ভাব্য প্রেমের গুঞ্জন নিয়ে নেট দুনিয়ায় চলছিল সরগরম আলোচনা। এবার সেই গুঞ্জনকে নতুন মাত্রা দিলেন ম্রুণাল নিজেই। ইনস্টাগ্রামে একটি হেঁয়ালিপূর্ণ ভিডিও পোস্ট করে তিনি প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে ইঙ্গিত দিলেও সরাসরি কিছু জানাননি।
ভারতীয় গণমাধ্যম জানায়, ম্রুণাল বলেন, “অ্যাপারেন্টলি এখন পুরো নজর আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। ব্যক্তিগত কিছু বিষয়ও আছে, যা আপাতত গোপন রাখতে চাই। এখন ক্যারিয়ারটাই আমার প্রধান ফোকাস।”
এই বক্তব্যের মধ্যেই নতুন করে জন্ম নিয়েছে জল্পনা। অনেকের ধারণা, তার ‘ব্যক্তিগত বিষয়’ আসলে ধানুশের সঙ্গে প্রেমের সম্পর্কই। গুঞ্জনের সূত্র মেলে ম্রুণালের তারকাখচিত জন্মদিন উদযাপন থেকে, যেখানে ধানুশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানেই তাদের হাত ধরে ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। এছাড়া ধানুশকে দেখা গেছে মুম্বাইয়ে ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে ম্রুণালের পাশে, যা আলোচনাকে আরও উসকে দেয়।
উল্লেখ্য, ধানুশ ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এরপর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। তবে ম্রুণাল স্পষ্ট জানিয়েছেন, আপাতত তার একমাত্র মনোযোগ ক্যারিয়ারে, প্রেম নিয়ে সময় এলে কথা বলবেন। ভক্তরা তাই অপেক্ষা করছেন তার পরবর্তী মন্তব্যের জন্য।