Ridge Bangla

গর্ভাবস্থায় কাজের সময় ভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন রাধিকা

ভারতীয় অভিনেত্রী রাধিকা সম্প্রতি গর্ভাবস্থার প্রথম দিকে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ উদ্যোগে অংশ নিয়ে তিনি জানান, কীভাবে একই সময়ে দুটি ভিন্ন প্রকল্পে একেবারে ভিন্ন আচরণের মুখোমুখি হয়েছিলেন।

রাধিকা বলেন, গর্ভাবস্থার প্রথম তিন মাসে ভারতে একটি প্রজেক্টে কাজ করার সময় একজন প্রযোজক তার গর্ভধারণের খবর পেয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখান এবং টাইট পোশাক পরতে জোর করেন, যা তার জন্য অস্বস্তিকর ছিল। “তখন আমি বেশি খিদে পেতাম এবং শারীরিক পরিবর্তন হচ্ছিল, যা স্বাভাবিক। কিন্তু আমার প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়নি, যা আমাকে মানসিকভাবে ভেঙে দেয়,” বলেন রাধিকা।

অন্যদিকে, একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার সময় তিনি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা পান। হলিউডের একজন নির্মাতা তার গর্ভাবস্থাকে সম্মান জানিয়ে বলেন, তার চেহারা যতই বদলাক, তাতে কোনো সমস্যা হবে না। “আমি বলেছিলাম, শুটিং শেষে হয়তো আমায় চিনতেই কষ্ট হবে। তখন তিনি হেসে বলেন, ‘তোমার পুরো চেহারাই বদলে গেলেও সমস্যা নেই, কারণ তুমি অন্তঃসত্ত্বা।’ এ কথাগুলো আমার জন্য অনেক সান্ত্বনার ছিল,” যোগ করেন রাধিকা।

তার অভিজ্ঞতা গর্ভবতী নারী কর্মীদের জন্য সহমর্মিতা ও সম্মানের গুরুত্ব তুলে ধরে। তিনি আহ্বান জানান, কর্মক্ষেত্রে মাতৃত্বের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার, যা মানসিক চাপ কমিয়ে দেয় এবং নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করে।

আরো পড়ুন