আন্তর্জাতিক সংগীত জগতে আবারও আলোচনায় ফিরলেন নোরা ফাতেহি। তার নতুন গান ‘ওহ মামা তেতেমা’র প্রথম ঝলক সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। Afro-influenced এই গানে শুধু নাচ নয়, কণ্ঠও দিয়েছেন নোরা নিজে। তার সঙ্গে রয়েছেন আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি এবং চমক হিসেবে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
ইনস্টাগ্রামে গানটির পোস্টার শেয়ার করে নোরা মুক্তির তারিখ ঘোষণা করেছেন। টিজারে আধুনিক ফ্যাশনে আফ্রো-ইনস্পায়ার্ড পোশাকে নোরা নজর কাড়ছেন। গানটির পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশিত হবে ৯ আগস্ট, যা আন্তর্জাতিক সঙ্গীত জগতে নোরার অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
নোরা ফাতেহি এর আগে মার্কিন পপস্টার জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ গানে কণ্ঠ দিয়েছিলেন, যা ইউটিউবে ১৩ কোটি ভিউ ছাড়িয়েছে। সমালোচকরা আশা করছেন, নতুন গান ‘ওহ মামা তেতেমা’তেও নোরার কণ্ঠ ও পারফরম্যান্স বিশ্বজুড়ে সাড়া ফেলবে এবং বৈশ্বিক মিউজিক লেভেলকে আরও এক ধাপ এগিয়ে নেবে।
ভক্তরা ইতোমধ্যেই গানের মুক্তির জন্য অপেক্ষা করছেন। আগামী ৯ আগস্ট বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে, যা সংগীতপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় সংযোজন হয়ে উঠবে।