সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সেলিব্রিটিদের ছবি ও ভিডিও বিকৃত করার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব কনটেন্ট অনেক সময় এতটাই বাস্তবসম্মত হয় যে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে পড়েন, ভুল ধারণা নেন এবং অপমানজনক মন্তব্য করেন। বিশেষ করে নারীরাই এর প্রধান শিকার।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে। আমরা এর ভালো দিক নিয়ে আশাবাদী হলেও এর অন্ধকার দিককে অস্বীকার করা যায় না।”
এআই-কে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি’ হিসেবে উল্লেখ করে মেহজাবীন বলেন, “যখন এটি ভুল মানুষের হাতে পড়ে, তখন তা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখন অনেকে এআই ব্যবহার করে সেলিব্রিটি ও নারীদের ছবি-ভিডিও বিকৃত করছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, এবং যারা বুঝতে পারে না যে এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে এবং অপমান করে।”
তিনি এসব কর্মকাণ্ডকে ‘ডিজিটাল সহিংসতা’ আখ্যা দিয়ে বলেন, “এআই থামানো সম্ভব নয়, কিন্তু এর অপব্যবহার রোধে কঠোর আইন ও জনসচেতনতা জরুরি।” মেহজাবীন আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এমন আইন ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে যা নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষায় কার্যকর হবে।
সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ব্যাপক সমর্থন পেয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সুবিধার পাশাপাশি এর অপব্যবহার সামাজিক ও নৈতিক সংকট সৃষ্টি করছে। বাংলাদেশেও গত কয়েক মাসে এ ধরনের ঘটনা বেড়েছে, তাই নিয়ন্ত্রণ ও সচেতনতা এখন অত্যন্ত জরুরি।