Ridge Bangla

কপিল শর্মার ক্যাফেতে ফের গোলাগুলি, শোনা গেছে ২৫ রাউন্ড গুলির শব্দ

কানাডায় কমেডিয়ান তারকা কপিল শর্মার ক্যাফেতে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গোলাগুলির ঘটনা ঘটেছে। এ হামলার দায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। ঘটনার পর মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে ২৫টিরও বেশি গুলির শব্দ শোনা যায়। ভিডিওতে একটি কণ্ঠস্বর বার্তা দিচ্ছে—“আমরা টার্গেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ফোন ধরেনি, তাই ব্যবস্থা নিতে হয়েছে। যদি সে এখনো ফোন না ধরে, তাহলে দ্রুত মুম্বাইয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

গত ১০ জুলাইও একই ক্যাফেতে গোলাগুলি হয়েছিল। সেদিন কিছু কর্মচারী ক্যাফেতে থাকলেও কেউ হতাহত হননি। হামলার সময় ক্যাফের জানালায় একাধিক বুলেটের গর্ত পাওয়া গিয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিলেন শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) সদস্য হরজিৎ সিং লাড্ডি। তিনি দাবি করেছিলেন, কপিল শর্মার একটি অনুষ্ঠানে একজন অংশগ্রহণকারী ‘নিহাং শিখ’দের ঐতিহ্যবাহী পোশাক ও আচার-আচরণ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন, যা শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছিল।

কানাডা সরকার বিকেআইকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, আর হরজিৎ সিং লাড্ডি ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন। অন্যদিকে, ক্যাপস ক্যাফে এক বিবৃতিতে জানিয়েছে, তারা সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং ক্যাফেকে ‘উষ্ণতা ও সম্প্রদায়ের প্রতীক’ হিসেবে বজায় রাখবে। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নিরাপত্তা বাহিনী দ্রুত তদন্ত জোরদার করেছে।

আরো পড়ুন