পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ঢাকার মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনভর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর এলাকায় পরিচালিত অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে আদাবর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তরাও রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থান নেবে।