‘‘পঞ্চায়েত’’ ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসছে ‘‘পঞ্চায়েত সিজন ৪’’। ২০২০ সালে যাত্রা শুরু করা এই জনপ্রিয় সিরিজটির ৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ঘোষণা দিয়েছে নির্মাতারা। আগামী ২ জুলাই থেকে এটি স্ট্রিমিং হবে প্রাইম ভিডিওতে।
আবারও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে ফুলেরা গ্রামের গল্প। প্রতিবারের মতো এবারেও থাকবে নতুন চমক। ইতোমধ্যে প্রকাশিত কিছু মজার ভিডিওতেও পাওয়া গেছে সেই আভাস। অভিনেতা জিতেন্দ্র কুমারকে দেখা যাবে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সারের সঙ্গে। পাশাপাশি এবার সিরিজে যুক্ত হচ্ছেন ‘‘সাথ নিভানা সাথিয়া’’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী গোপীও।
গ্রামীণ জীবন, হাস্যরস এবং আবেগঘন মুহূর্ত দিয়ে সাজানো ‘‘পঞ্চায়েত’’ সিরিজটি দর্শকদের বরাবরই মুগ্ধ করেছে। সিজন ৪-এ আরও বেশি টানটান কাহিনি, দমফাটা হাসি আর মানবিক গল্প তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকা অভিষেক নামের যুবক উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে পঞ্চায়েত অফিসের সচিব হিসেবে কর্মরত। তার চাকরি ও ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে আবর্তিত এই সিরিজ। নতুন সিজনে কীভাবে অভিষেক, প্রধানজি এবং ফুলেরার বাসিন্দারা নতুন সমস্যা মোকাবিলা করবেন, সেটিই দেখার বিষয়।
এই সিজনে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, সুনিতা রাজওয়ার এবং পঙ্কজ ঝাসহ আরও অনেকে।