জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এডগার লুঙ্গুর মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পারবে জাম্বিয়া সরকার—দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার উচ্চ আদালত এমন রায় দিয়েছে। লুঙ্গুর পরিবারের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার (৬ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়।
এডগার লুঙ্গু চলতি বছরের জুন মাসে দক্ষিণ আফ্রিকায় মৃত্যুবরণ করেন। তার পরিবার দাবি করেছিল, জীবদ্দশায় লুঙ্গু ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে দক্ষিণ আফ্রিকায় সমাধিস্থ করা হয়। তবে জাম্বিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা আদালতে যুক্তি দেন, একজন সাবেক প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়া কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি জাতীয় মর্যাদা ও জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত। তাদের মতে, ব্যক্তিগত ইচ্ছা জনস্বার্থকে ছাপিয়ে যেতে পারে না। আদালত এই যুক্তিকে সমর্থন করে রায় দেয়।
লুঙ্গু ও বর্তমান প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ থেকেই এই বিতর্কের সূত্রপাত। লুঙ্গুর পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে হিচিলেমা যেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত না থাকেন। তবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, মরদেহ জাম্বিয়ায় নিয়ে যাওয়া হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আদালতের এই রায়কে কেন্দ্র করে জাম্বিয়ায় রাজনৈতিক ও পারিবারিক উত্তেজনা আরও বাড়তে পারে।