বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ কূটনীতিক ইমরান হায়দার। শুক্রবার (৮ আগস্ট) তিনি ঢাকায় এসে পাকিস্তান মিশনে যোগ দেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি বিদায়ী হাইকমিশনার সৈয়দ মারুফের স্থলাভিষিক্ত হলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইমরান হায়দার দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার অধিকারী। সর্বশেষ তিনি মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা শুরু হয় ২০২৪ সালের মার্চে। এর আগে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি তাজিকিস্তানে রাষ্ট্রদূতের পদে ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্বও পালন করেন।
তার কূটনৈতিক জীবনে ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘের নিউইয়র্কস্থ স্থায়ী মিশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ১৯৯৬ সালে তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে কূটনৈতিক জীবন শুরু করেন।
এদিকে, গত ১১ মে হঠাৎ করেই ঢাকা ছাড়েন তৎকালীন হাইকমিশনার সৈয়দ মারুফ। সেদিন পাকিস্তান হাইকমিশন কেবল তার প্রস্থানের তথ্য জানালেও ফেরার সময়সূচি জানায়নি। পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি দুই সপ্তাহের ছুটিতে গেছেন। তবে মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তিনি ঢাকায় ফিরে আসেননি, যা দুই দেশের কূটনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।